481 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

BidyutSeva

Updated on:

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার

গত ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখে সম্পূর্ণ নতুনভাবে ৩টি পদে ৪৮১ জনের বিশাল একটি পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো।

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার

ভূমিকা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে গত ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখের স্মারক নম্বর ২৭.১২.০০০০.১১০.৫১.০০৭.২৪.২৩৩৪ অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক(প্রশাসন) পবিস মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর ভবন নিকঞ্জ-২,খিলখেত,ঢাকা-১২২৯, জনাব হাসিনা বেগম এর স্বাক্ষরিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে ০৩টি (সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, সহকারী হিসাবরক্ষক,সহকারী স্টোর কিপার) পদে 481 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে ….

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস),সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক, সহকারী স্টোর কিপার এর শূন্য পদে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থী যোগদান সম্মত হলে তাকে প্রথম ০১ বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ করা হবে । অন-প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচারণ,প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে) থাকা সাপেক্ষে নিয়মিত করা হবে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার এর পদের নাম ও পদের সংখ্যা

পদের নামপদের সংখ্যা
সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
(ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)
৩০০ টি ( কম/বেশি হতে পারে) (স্থায়ী)
সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক১৫০ টি ( কম/বেশি হতে পারে) (স্থায়ী)
সহকারী স্টোর কিপার৩১ টি ( কম/বেশি হতে পারে) (স্থায়ী)
পদের নাম ও পদের সংখ্যার টেবিল।

আবেদন কারার শুরুর তারিখ ও সময়

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত ৩টি পদেই অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হলো ১৭-১১-২০২৪খ্রিঃ, সকাল ১০টা হতে

আবেদন কারার সর্বোশেষ তারিখ ও সময়

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত ৩টি পদেই অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হলো ০৭-১২-২০২৪খ্রিঃ, বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত।

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বর্নিত ৩টি পদে আবেদনের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

১.সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনের যোগ্যতা

  • ইলেক্ট্রিক্যাল এবং পাওয়ার টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে তবে রেজাল্ট CGPA-4.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম CGPA-3.00 থাকতে হবে।
  • প্রার্থীর SSC ও সমমান পরীক্ষায় রেজাল্ট GPA-5.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম GPA-3.00 থাকতে হবে।
  • প্রার্থীকে কম্পিউটার চালনায় বা ব্যবহারে আগ্রহী অথবা অভিজ্ঞ হতে হবে।
  • প্রার্থীকে অটক্যাড(AutoCAD) এ আগ্রহী অথবা অভিজ্ঞ হতে হবে ।

২.সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে আবেদনের যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিভাগে (B.Com) স্নাতক পাশ হতে হবে তবে রেজাল্ট CGPA-4.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম GPA-2.50 থাকতে হবে।
  • প্রার্থীর SSC এবং HSC ও সমমান পরীক্ষায় রেজাল্ট GPA-5.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম GPA-3.00 থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় বা ব্যবহারে অভিজ্ঞ হতে হবে।

৩.সহকারী স্টোর কিপার পদে আবেদনের যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই (HSC) এইএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • প্রার্থীর SSC এবং HSC ও সমমান পরীক্ষায় রেজাল্ট GPA-5.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম GPA-3.00 থাকতে হবে।
  • প্রার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হলে তার রেজাল্ট CGPA-4.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম CGPA-3.00 থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে মাইক্রসফট অফিস ওয়ার্ড (MS Word) এবং মাইক্রোসফট অফিস এক্সেলে (MS Excel) অভিজ্ঞ হতে হবে।

Online-এ আবেদনের ক্ষেত্রে পরীক্ষা ফি

উল্লেখিত ০৩টি পদের জন্য দুই ধরনের বা পরিমাণের আবেদন বা পরীক্ষ ফি জমা দিতে হবে তা হলোঃ

  1. সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এর শূন্য পদে আবেদনের জন্য আবেদন বা পরীক্ষা ফি হিসাবে ৩৩৫ (তিনশত পঁয়ত্রিশ) টাকা (Teletalk) টেলিটক এর Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।
  2. সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার এর শূন্য পদে আবেদনের জন্য আবেদন বা পরীক্ষা ফি হিসাবে ২২৩ (দুইশত তেইশ) টাকা (Teletalk) টেলিটক এর Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।

বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী নিয়ে বিস্তারিত আলোচনা

উল্লেখিত তিনটি পদের জন্য তিন ধরনের বেতন ভাতা প্রদান করা হবে নিচে তা আলোচনা করা হলোঃ

১.সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী

  • অনপ্রবেশন কালীন নির্ধারিত বেতন ২৯৬০০/- (উনত্রিশ হাজার ছয়শত ) টাকা সহ এর সাথে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন।
  • অনপ্রবেশন মেয়াদ শেষে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিয়মিত হলে পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ৩১০৮০/-(একত্রিশ হাজার আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।

২.সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী

  • অনপ্রবেশন কালীন নির্ধারিত বেতন ২৬১০০/-( ছাব্বিশ হাজার একশত ) টাকা সহ এর সাথে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন।
  • অনপ্রবেশন মেয়াদ শেষে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিয়মিত হলে পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ২৭৪১০/- (সাতাশ হাজার চারশত দশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।

৩.সহকারী স্টোর কিপার পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী

  • অনপ্রবেশন কালীন নির্ধারিত বেতন ১৮৩০০/-( আঠারো হাজার তিনশত ) টাকা সহ এর সাথে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন।
  • অনপ্রবেশন মেয়াদ শেষে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিয়মিত হলে পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ১৯২২০/- (উনিশ হাজার দুইশত বিশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
পল্লী বিদ্যুৎ এর মিটার নিতে কত টাকা খরচ হয় ও কি কি কাগজপত্র লাগে ??। Electricity Crisis ।

আবেদনের বয়সসীমা

এই পদে আবেদনের প্রার্থীর বয়সসীমা ১৭-১১-২০২৪ইং তারিখে আবশ্যই ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্দী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

অনলাইনে আবদনের জন্য প্রার্থীর যেসকল কাগজপত্র প্রয়োজন হবে

  1. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  2. অভিজ্ঞতার সনদপত্র।
  3. সদ্য তোলা রঙিন ছবি ।

বর্নিত পদে আবেদন ফরম পূরণ এবং পররীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

  1. মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্দী বা অন্য কোনো কোটায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফরমের নির্ধারিত স্থানে তার ঘর পূরণ করতে হবে।
  2. নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোট ( প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা অনুসরণ করা হবে।
  3. সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ/ জাতীয়কৃত সংস্থা এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ফরম বা ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
  4. প্রার্থীদের প্রয়োজনমত লিখিত ( MCQ,রচনামূলক),ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক সাক্ষাতকার পরীক্ষা গ্রহণ করা হবে।
  5. প্রার্থীকর্তৃ যে কোনো প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে সাথে সাথে তার প্রার্থীতা বাতিল হবে।
  6. চাকুরীর ক্ষেত্রে ব্যাক্তিগত কোনো তদবির বা সুপারিশ চাকুরী লাভের অযোগ্যতা বলে গণ্য হবে।
  7. কোনো কারণ দর্শানো ব্যাতিরেকেই যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা বা অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  8. প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করাতে সম্মত থাকতে হবে ইত্যাদি।

Online-এ আবেদনের পদ্ধতি

Online- আবেদনের জন্য http://brebhr.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে Online Aplication Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। Online- আবেদনের পদ্ধতি নিচে ছবিতে বিস্তারিত দেওয়া হলোঃ

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার

যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না

উল্লেখিত তিনটি পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না সেগুলো হলোঃ

  • নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
  • কোনো পরীক্ষায় এপিয়ার্ড প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।
  • বাংলাদেশের নাগরিক নয় এরকম কোনো ব্যাক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা,নৈতিকস্ক্লন এর কারনে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী যদি দেশের কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • অসম্পূর্ণ আবেদনপত্র,নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে বা অসম্পন্ন ও কোনো ভুল তথ্য প্রদান করে থাকলে যে কোনো সময় প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।

আরো পড়ুনঃ ড্রাইভার পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি:সিরাজগঞ্জ পবিস-1

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis