পিরোজপুর পবিসে মিটার রিডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024

BidyutSeva

Updated on:

পিরোজপুর পবিসে মিটার রিডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024

ভূমিকা

পিরোজপুর পবিসে মিটার রিডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024

পদের নাম

পদের নাম
মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)

আরো পড়ুনঃ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর কাজ কী এবং বেতন কত

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

বর্নিত পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন নিচে তা বিস্তারিত দেওয়া হলোঃ

  • প্রার্থীকে অবশ্যই পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
  • দৃষ্টি শক্তি ত্রুটিমুক্ত( মিটার রিডিং গ্রহনে সক্ষম) হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যাক্তিত্ত সম্পন্ন হতে হবে।
  • প্রার্থীকে বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
  • নির্বাচিত প্রার্থীকে ০৩(তিন) বছরের চুক্তিকালীন সময়ে প্রতি বছর প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলামান চুক্তির মেয়াদ সমাপানান্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে নূন্যতম ০১/০২ টি মেয়াদী চুক্তি সম্পাদিত হবে। অতঃপর একইভাবে সন্তোষজনক কর্মূল্যায়ন সাপেক্ষে ৩য় চুক্তি সম্পাদিত হবে । তবে সর্বোচ্চ ০৯ বছর বা ৫৫ বছর বয়স পর্যন্ত (যা আগে আসে) চুক্তি নবায়ন করা যাবে।

বেতন স্কেল

উল্লেখিত পদের জন্য যে ধরনের বেতন ভাতা প্রদান করা হবে নিচে তা আলোচনা করা হলোঃ

  • পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী মূল বেতন বা ব্যাসিক ১৪৭০০/-(চৌদ্দ হাজার সাতশত) হতে ২৬৪৮০/- (ছাব্বিশ হাজার চারশত আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
  • প্রার্থী নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
  • পবিস নির্দেশিকা/সার্কুলার/সর্বশেষ কর্মরত পবিস কর্তৃক প্রদত্ত বেতনের প্রত্যয়নপত্র অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন।

আবেদনপত্র পূরণ ও জমাদানের সর্বোশেষ সময়

প্রকাশিত মিটার রিডার পদে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড পূর্বক স্বহস্তে পূরণ করে আগামী ২৬/১২/২০২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে “জেনারেল ম্যানেজার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মরিচাল হলারহাট, পিরোজপুর” বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র পৌছাতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না

নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার এবং আবেদন ফরম PDF

আবেদনের বয়সসীমা

আবেদনপত্রের সাথে যে সব কাগজাপত্র সংযুক্ত করতে হবে

  1. সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ।
  2. জাতীয় পরিচয় পত্র এর সত্যায়িত অনুলিপি।
  3. স্থানীয় ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
  4. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা বাপবিবো/পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  5. সিনিয়র জেনারেল ম্যানেজার / জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত “অভিজ্ঞতার সনদ” যা এজিএম প্রশাসন/ মানব সম্পদ কর্তৃক সত্যায়িত থাকতে হবে।

আবেদনের শর্তাবলী

  1. নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে পবিসের অনুকূলে ১০,০০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফাসহ নিয়মানুযায়ী ফেরত প্রদান করা হবে।
  2. জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বাপবিবোর্ডের স্মারক নং- ২৭.১২.০০০০.১১০.৫৮.০০১.১৮.৩৬২৫, তারিখঃ ১২/১১/২০১৮ খ্রিঃ এর নির্দেশনা অনুসরন করা হবে।
  3. অভিজ্ঞতা সনদপত্র উল্লিখিত প্রতিটি চুক্তিকাল তারিখসহ ছকে উল্লেখ পূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি স্পষ্টভাবে (কোন পবিসে কর তারিখ হতে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন কারেছেন) উল্লেখ থকতে হবে।
  4. প্রার্থীকর্তৃ যে কোনো প্রদত্ত তথ্য সসম্পূর্ণ/ ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  5. নিয়োগের ক্ষেত্রে বাপবিবোর্ডের/ পবিস কর্তৃক সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
  6. চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্যই বলবত থাকবে । এবং এই চাকুরী কখনো কোনো ক্রমেই নিয়মিত বা স্থায়ী হবে না।
  7. নিয়োগের ক্ষেত্রে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  8. প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল প্রদান করলে অথবা কেউ তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই তাতক্ষণিকভাবে বরখাস্তকরণসহ দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  9. চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার কোন বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা, রাজনীতি বা অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরীতে সার্বক্ষনিক বা খন্ডকালীনভাবে নিয়োজিত হতে বা থাকতে পারবেন না।
  10. বর্তমানে বিভিন্ন পবিসে কর্মরত মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না

উল্লেখিত পদে বাংলাদেশের পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকা বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না। এবং আরো কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না সেগুলো হলোঃ

  • নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
  • যেসকল প্রার্থী ইতঃপূর্বে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।
  • চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বেই কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে শৃংখলাজনিত কারনে বা স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত/ অপসারিত/ বরখাস্তকৃত/ চাকুরীচ্যুত হলে সে সকল প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই।
  • বাংলাদেশের নাগরিক নয় এরকম কোনো ব্যাক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারী বা বোর্ড পরিচালক/মহিলা পরিচালকগনের রক্তে সম্পর্কিত কেউ অথবা তাদের সবামী/স্ত্রীগনের রক্ত সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না।
  • কোনো প্রার্থী পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা,নৈতিকস্ক্লন এর কারনে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী যদি দেশের কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • অসম্পূর্ণ আবেদনপত্র,নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে বা অসম্পন্ন ও কোনো ভুল তথ্য প্রদান করে থাকলে যে কোনো সময় প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis

1 thought on “পিরোজপুর পবিসে মিটার রিডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024”

Leave a Comment