পল্লী বিদ্যুৎ চাকুরীর প্রস্তুতি : পর্ব-1

BidyutSeva

পল্লী বিদ্যুৎ চাকুরীর প্রস্তুতি : পর্ব-1 - Bidyut Seva

সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এবং পল্লী বিদ্যুৎ সমিতি সহ দেশের বিদ্যুৎ সেক্টরের প্রায় সকল প্রতিষ্ঠানেই নিয়মিত চাকুরীর সার্কুলার প্রাকশ করছে। তাই পল্লী বিদ্যুৎ চাকুরীর প্রস্তুতি সহ অন্যান্য সকল চাকুরীর জন্য আমাদের খুব ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই চাকুরীর প্রস্তুতি গ্রহণে সাহয্য করবে BidyutSeva.Com যাদের রয়েছে পল্লী বিদ্যুতের বিদ্যুতে চাকুরী করার বাস্তব অভিজ্ঞতা। তো এখানে আমরা ধারাবাহিকভাবে পর্ব পর্ব করে নিয়মিত প্রস্তুতি গ্রহণ করবো।

এখানে আমরা প্রতি পর্বে পল্লী বিদ্যুৎ চাকুরীর প্রস্তুতি গ্রহণের জন্য ৪০ টি করে প্রশ্নের উত্তর করবো। যা পল্লী বিদ্যুতের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে এবং সামনে আসতে পারে। তো চলুন শুরু করি………….

পল্লী বিদ্যুৎ চাকুরীর প্রস্তুতি
কীভাবে বিদ্যুতের সিস্টেম লস কমানো যায়?

ভূমিকা

পল্লী বিদ্যুৎ এর বা আরইবির বিভিন্ন পদে চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এদের প্রশ্নের মধ্যে বেশ কিছু বিষয়ের উপর প্রশ্ন থাকে যেমন বাংলা,ইংরেজি,গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়, সমসাময়িক বিষয়, ইতিহাস, ঐ প্রতিষ্ঠান সম্প্ররকে ইত্যাদি বিষয়ে এছাড়াও যদি কোনো কারিগরি, ডিপার্টমেন্ট ভিত্তিক ও বিদ্যুৎ বিষয়ে বেশ কিছু প্রশ্ন থাকে । এবং প্রশ্নের ধরন বলতে হলে প্রশ্নের মধ্যে শর্ট বা বহুনির্বাচনী প্রশ্ন থাকে যা শুধু সঠিক স্থানে টিক চিহ্ন দিতে হয় , রচণামূলক প্রশ্ন থাকে , সত্য মিথ্যা থাকে এছাড়াও শূন্য স্থান পূরণ থাকতে পারে । আমরা মূলত এ সকল ধরনের প্রশ্ন নিয়েই প্রস্তুতি গ্রহণ করবো তাই ভয় পাওয়ার কিছু নেই। এইবার একবার নড়ে-চড়ে বসুন এবং খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে নিচের প্রশ্নগুলো পড়ুন এবং নিয়মিত অনুশীলন করুন।

পল্লী বিদ্যুৎ চাকুরীর প্রস্তুতি প্রশ্ন এবং উত্তর

নিচের প্রশ্ন গুলোর সঠিক উত্তর নীল কালারের বোল্ড বা মোটা করে লিখা হয়েছে।

১. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি ?

A. অশনি

B. অম্বর

C. বিভাবরী

D. নীলাম্বু

২. নিচের কোনটি সঠিক?

A. মুমূর্ষ

B. মুমুর্ষ

C. মূমুর্ষ

D. কোনটিই নয়

৩. Quotation- এর পারিভাষিক শব্দ কোনটি ?

A. মূল্যজ্ঞাপন

B. প্রকাশ

C.দরপত্র

D. তালিকা

৪. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ উপদেষ্টার নাম কি?

A. মুহাম্মদ কবির খান

B. নসরুল হামিদ বিপু

C. ড. আসিফ নজরুল

D. মুহাম্মদ ফাওজুল কবির খান

৫. কোনটি জহির রায়হানের রচনা?

A. বরফ গলা নদী

B. সারেং বৌ

C. খোয়াবনামা

D. কোনটিই নয়

৬. সাবান কোন দেশের শব্দ ?

A. তুর্কি

B. পাঞ্জাবি

C. ফরাসি

D. পর্তুগিজ

৭. ‘শিশুটি মা মা বলে কাঁদছে’- এখানে ‘ মা মা’ দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

A. স্বল্পকাল স্থায়ী

B. আগ্রহ

C. আধিক্য

D. কোনটিই নয়

৮. ‘ডালে ডালে কুসুম ভার’ এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?

A. বোঝা

B. গুরুত্ব

C. বিষাদ

D. সমূহ

৯. ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’ এখানে ‘ডেকে ডেকে’ দ্বিরুক্তিটি কোন অর্থ নির্দেশ করে?

A. পৌনঃপুনিকতা

B. দীর্ঘকাল স্থায়ী

C. অস্থিরতা

D. স্বল্পকাল অর্থে

১০. ‘খেচর’ শব্দের অর্থ কী?

A. উট 

B. পাখি

C. বাঘ

D. মাছ

১১. ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?

A. অতি পুরাতন

B. প্রাথমিক

C. অবিমিশ্র

D. আগাগোড়া

১২. Which one is not a Social Network?

A. Facebook

B. Linkedin

C. Twitter

D. Google

১৩. Which one is correct?

A. Apropriate

B. Appropriate

C. Appropriet

D. Apropriet

১৪. Change the voice of, ‘Who is calling me’?

A. By whom am I called?

B. By whom I am called?

C. Whom am I called by?

D. By whom am I being called?

১৫. What type of noun is ‘Kindness’?

A. Abstract

B. Proper

C. Common

D. Material

১৬. The poor are not always unhappy. ‘The poor’ is _________Noun.

A. Plural Common

B. Plural Proper

C. Collective

D. Material

১৭. What is the verb of the word LARGE?

A. Largeer

B. Largest

C. Englarged

D. Enlarge

১৮. Which one is complex sentence

A. He is unfortunately failed

B. It is unfortunately that he failed

C. He is failed unfortunately

D. It is unfortunate the he failed

১৯. Everybody should _________ their old parents?

A. Look after

B. Look up

C. Look of

D. Look into

২০. He is ____________ M. A. from public University.

A. an

B. the

C. a

D. of

২১. The plural form of ‘Apex’ is_____

A. Apexes

B. Apices

C. Apexos

D. Apexeon

২২. বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?

A. কাঠালিয়া (ঝালকাঠি)

B. পতেঙ্গা (চট্টগ্রাম)

C. সাভার (ঢাকা)

D. সোনাগাজী (ফেনী)

২৩.   ৫, ৯, ১৩, ১৭……. ধারাটির ১৯তম পদের মান কত?

A. ৭৩

B. ৭৭

C. ৮১

D. ৮৫

২৪. দুটি মেশিন ৪০০০ পিস সাবান যথাক্রমে ৪ ও ৬ ঘণ্টায় তৈরী করতে পারে । একটি মেশিন প্রথম কাজ শুরু করলো এবং ০১ ঘণ্টা পর পর তারা পালাক্রমে কাজ করতে লাগলো। এভাবে কাজ করে ৪০০০ পিস সাবান তৈরি করতে মোট কত সময় লাগবে?

A. ০৩ ঘন্টা

B. ০৩ ঘন্টা ২০ মিনিট

C. ০৪ ঘন্টা ২০ মিনিট

D. ০৪ ঘন্টা ৪০ মিনিট

২৫. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে তাহলে সংখ্যাটি কত?

A. ২৫০

B. ২০০

D. ৩০০

২৬. ৪৮ কোন সংখ্যার ৬০%?

A. ৮০

B. ৭২

C. ৫৪

D. ১২০

২৭.  ১৭ সে. মি. ১৫ সে. মি. ও ৮ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে__

A. সমবাহু ত্রিভুজ

B. সমকোনী ত্রিভুজ

C. সমদিবাহু ত্রিভুজ

D. স্থুলকোণী ত্রিভুজ

২৮.  বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

A. ৪

B.

C. ১৬

D. ১২

২৯. বায়ুতে CO₂ পরিমাণ কত?

A. ০.০৩১%

B. ০.০২৫%

C. ০.৮১%

D. ০.০১৫%

৩০. পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু কোনটি?

A. সোডিয়াম

B. লিথিয়াম

C. বেরিলিয়াম

D. ক্যালসিয়াম

৩১. দুধের রং সাদা হয় কেন?

A. শর্করার জন্য

B. প্রোটিনের জন্য

C. চর্বির জন্য

D. আমিষের জন্য

৩২. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

A. ওয়াট

B.  ওয়াট-ঘন্টা

C. কুলম্ব

D. কিলোওয়াট-ঘন্টা

৩৩. কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই?

A. বান্দরবন

B. পঞ্চগড়

C. সাতক্ষীরা

D. কক্সবাজার

৩৪. কী-বোর্ডে কতটি ফাংশন কী থাকে?

A. ১০ টি

B. ১২ টি

C. ১৮ টি

D. ১১ টি

৩৫. পায়রা থার্মাল পাওয়ার প্লান্টের মোট উৎপাদন ক্ষমতা কত?

A. ৮০০ মেগাওয়াট

B. ৪০০ মেগাওয়াট

C. ১৩০০ মেগাওয়াট

D. ১৩২০ মেগাওয়াট

৩৬. নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি?

A. ডেসকো

B. নেসকো

C. ডেসা

D. পিজিসিবি

৩৭. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?

A. মার্কিনি

B. টমাস আলভা এডিসন

C. টরেসিল

D. নিউটন

৩৮. E = MC² সূত্রটি কার?

A. আলবার্ট আইনস্টাইন

B. নিউটন

C. রাদারফোর্ড

D. শেখ হাসিনা

৩৯. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ?

A. এশিয়া

B. দক্ষিন আমেরিকা

C. ইউরোপ

D. উত্তর আমেরিকা

৪০.  The capital of Australia is ________

A. Sydney

B. Melbourne

C. Brisbane

D. Canberra

পরবর্তী পর্বে আরো গুরুতবপূর্ণ প্রশ্নের উত্তর পেতে ওয়েবসাইটটি ভিজিট করুন । মনোযগ দিয়ে পড়াশোনা করুণ আশা করি সামনে ভালো কিছু হবে।

নতুন বাণিজ্যিক মিটার নিতে কত টাকা খরচ হয় ও কী কী কাগজপত্র লাগে ? Electricity Crisis

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis

Leave a Comment