মিটার রিডার পদে পাবনা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

BidyutSeva

Updated on:

মিটার রিডার পদে পাবনা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

গত ২৭ নভেম্বর ২০২৪ ইং তারিখে পাবনা পবিস-১ এ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে একটি পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো।

মিটার রিডার পদে পাবনা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে গত ২৭ নভেম্বর ২০২৪ ইং তারিখের স্মারক নম্বরঃ- ২৭.১২.৭৬২২.৫০৭.০২.০০৮.২৪.৫০৮৯ অনুযায়ী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ শফিউল আলম এর স্বাক্ষরিত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে ….

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জন্য মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে লোকবল নিয়োগ এর লক্ষে প্যানেল প্রস্তুতের জন্য নিম্নলিখিত শর্তানুযায়ী বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম
মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)

আরো পড়ুনঃ 481 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আরো পড়ুনঃ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর কাজ কী এবং বেতন কত?

বর্নিত পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • প্রার্থীকে অবশ্যই পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যাক্তিত্ত সম্পন্ন হতে হবে।
  • প্রার্থীকে বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
  • নির্বাচিত প্রার্থীকে ০৩(তিন) বছরের চুক্তিকালীন সময়ে প্রতি বছর প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলামান চুক্তির মেয়াদ সমাপানান্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে নূন্যতম ০১/০২ টি মেয়াদী চুক্তি সম্পাদিত হবে। অতঃপর একইভাবে সন্তোষজনক কর্মূল্যায়ন সাপেক্ষে ৩য় চুক্তি সম্পাদিত হবে । তবে সর্বোচ্চ ০৯ বছর বা ৫৫ বছর বয়স পর্যন্ত (যা আগে আসে) চুক্তি নবায়ন করা যাবে।

বেতন স্কেল

উল্লেখিত পদের জন্য যে ধরনের বেতন ভাতা প্রদান করা হবে নিচে তা আলোচনা করা হলোঃ

  • পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী মূল বেতন বা ব্যাসিক ১৪৭০০/-(চৌদ্দ হাজার সাতশত) হতে ২৬৪৮০/- (ছাব্বিশ হাজার চারশত আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
  • এবং প্রার্থী নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

প্রকাশিত মিটার রিডার পদে পাবনা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড পূর্বক স্বহস্তে পূরণ করে আগামী ১২/১২/২০২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে “জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর, পাবনা” বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র পৌছাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার এবং আবেদন ফরম PDF

আবেদনের বয়সসীমা

এই পদে আবেদনের প্রার্থীর বয়সসীমা ১২-১২-২০২৪খ্রিঃ তারিখে আবশ্যই ১৮ বছর থেকে ৫৫(পঞ্চান্ন) বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।

  1. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এর সত্যায়িত অনুলিপি।
  2. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দ সে ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
  3. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা বাপবিবো/পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  4. জাতীয় পরিচয় পত্র এর সত্যায়িত অনুলিপি।
  5. সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ।
  6. সিনিয়র জেনারেল ম্যানেজার / জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত “অভিজ্ঞতার সনদ” যা এজিএম প্রশাসন/ মানব সম্পদ কর্তৃক সত্যায়িত থাকতে হবে।
  1. অভিজ্ঞতা সনদপত্র উল্লিখিত প্রতিটি চুক্তিকাল তারিখসহ ছকে উল্লেখ পূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি স্পষ্টভাবে (কোন পবিসে কর তারিখ হতে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন কারেছেন) উল্লেখ থকতে হবে।
  2. নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে পবিসের অনুকূলে ১০,০০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফাসহ নিয়মানুযায়ী ফেরত প্রদান করা হবে।
  3. জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বাপবিবোর্ডের স্মারক নং- ২৭.১২.০০০০.১১০.৫৮.০০১.১৮.৩৬২৮, তারিখঃ ১২/১১/২০১৮ খ্রিঃ এর নির্দেশনা অনুসরন করা হবে।
  4. প্রার্থীকর্তৃ যে কোনো প্রদত্ত তথ্য সসম্পূর্ণ/ ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  5. নিয়োগের ক্ষেত্রে বাপবিবোর্ডের/ পবিস কর্তৃক সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
  6. চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্যই বলবত থাকবে । এবং এই চাকুরী কখনো কোনো ক্রমেই নিয়মিত বা স্থায়ী হবে না।
  7. নিয়োগের ক্ষেত্রে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  8. প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল প্রদান করলে অথবা কেউ তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই তাতক্ষণিকভাবে বরখাস্তকরণসহ দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  9. চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার কোন বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা, রাজনীতি বা অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরীতে সার্বক্ষনিক বা খন্ডকালীনভাবে নিয়োজিত হতে বা থাকতে পারবেন না।

উল্লেখিত পদে বাংলাদেশের পাবনা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন না। এবং আরো কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না সেগুলো হলোঃ

  • নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
  • চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বেই কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে শৃংখলাজনিত কারনে বা স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত/ অপসারিত/ বরখাস্তকৃত/ চাকুরীচ্যুত হলে সে সকল প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই।
  • বাংলাদেশের নাগরিক নয় এরকম কোনো ব্যাক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা,নৈতিকস্ক্লন এর কারনে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী যদি দেশের কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • অসম্পূর্ণ আবেদনপত্র,নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে বা অসম্পন্ন ও কোনো ভুল তথ্য প্রদান করে থাকলে যে কোনো সময় প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।

আরো পড়ুনঃ ড্রাইভার পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি:সিরাজগঞ্জ পবিস-1

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis

Leave a Comment