সম্প্রতি ২১ নভেম্বর ২০২৪ ইং তারিখে সম্পূর্ণ নতুনভাবে ২টি পদে ০৪ জনের একটি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো।
ভূমিকা
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে গত ২১ নভেম্বর ২০২৪ ইং তারিখের স্মারক নম্বর ২৭.১২.৪৪১৯.৫৪৮.০২.০০৮.২৪.৪২৩৬ অনুযায়ী ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোহাম্মদ ওমর আলী এর স্বাক্ষরিত ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে ০২টি (ডাটা এন্ট্রি অপারেট এবং অফিস সহায়ক) পদে 4 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা ২২ নভেম্বর এ যুগান্তর পত্রিকায় এসেছে এবং সেখানে বলা হয়েছে ….
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সূচিপত্র
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও পদের সংখ্যা
পদের নাম | পদের সংখ্যা |
ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত) | ০২টি (কম/বেশি হতে পারে) |
অফিস সহায়ক | ০২টি (কম/বেশি হতে পারে) |
আবেদন করার সর্বোশেষ তারিখ ও সময়
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত ০২টি পদেই আবেদন করার সর্বোশেষ তারিখ হলো ২২-১২-২০২৪খ্রিঃ, বিকাল ০৫ ঘটিকা বা অফিস চলাকালীন সময় পর্যন্ত।
আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বর্নিত ০২টি পদে আবেদনের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ
১. ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের যোগ্যতা
* প্রার্থীর SSC ও সমমান এবং HSC ও সমমান পরীক্ষায় রেজাল্ট নূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা GPA-5.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম GPA-2.00 থাকতে হবে।
** প্রার্থীকে কম্পিউটার চালনায় ব্যবহারে পারদর্শী হতে এবং অভিজ্ঞ হতে হবে।
*** বাংলায় প্রতি মিনিটে নূন্যতম ২০ (বিশ) টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) টি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।
**** বাংলা এবং ইংরেজি ব্যাকরণসহ বনান, বিরাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
***** কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর এবং পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে।
****** সঠিক নথি পদ্ধতি , পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সমক্য জ্ঞান থাকতে হবে।
২. অফিস সহায়ক পদে আবেদনের যোগ্যতা
* কমপক্ষে এসএসসি ও সমমান পাশ হতে হবে।
** প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
*** প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
**** প্রার্থীকে বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
আবেদন ফি
উল্লেখিত ০২টি পদের জন্য যে পরিমাণের আবেদন বা পরীক্ষ ফি জমা দিতে হবে তা হলোঃ
উল্লেখিত ০২টি পদে আবেদনের জন্য বাংলাদেশের যেকোনো তফসিলী ব্যাংক হতে জেনারেল ম্যানেজার, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি , রাউতাল,ঝিনাইদহ - এর অনুকূলে ১০০ ( একশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে তা আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী নিয়ে বিস্তারিত আলোচনা
উল্লেখিত দুইটি পদের জন্য যে ধরনের বেতন ভাতা প্রদান করা হবে নিচে তা আলোচনা করা হলোঃ
১. ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী
* পবিস বেতন কাঠামো-২০১৬ (সংশোধিত) অনুযায়ী ১৮৩০০/-(আঠারো হাজার তিনশত) টাকা থেকে ৪৬,২৪০ (ছয়চল্লিশ হাজার দুইশত চল্লিশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
** নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
২. অফিস সহায়ক পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী
* পবিস বেতন কাঠামো-২০১৬ (সংশোধিত) অনুযায়ী ১৫,৫০০/-(পনেরো হাজার পাচশত) টাকা থেকে ৩৯১৭০ (ঊনচল্লিশ হাজার একশত সত্তর) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
** নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স সীমা
প্রার্থীর বয়সসীমা ২২-১২-২০২৪ইং তারিখে আবশ্যই ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবদনের জন্য প্রার্থীর যেসকল কাগজপত্র প্রয়োজন হবে
* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এর সত্যায়িত কপি।
* জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
* অভিজ্ঞতার সনদপত্র।
* সদ্য তোলা তিন (০৩) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার পিছনে প্রার্থীর নাম লিখা এবং প্রথম শ্রেনির কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
* স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ পত্র
বর্নিত পদে আবেদন ফরম পূরণ এবং পররীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী
* মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্দী বা অন্য কোনো কোটায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফরমের নির্ধারিত স্থানে তার ঘর পূরণ করতে হবে।
* নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোট ( প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা অনুসরণ করা হবে।
* সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ/ জাতীয়কৃত সংস্থা এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ফরম বা ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
* প্রার্থীদের প্রয়োজনমত লিখিত ( MCQ,রচনামূলক),ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক সাক্ষাতকার পরীক্ষা গ্রহণ করা হবে।
* প্রার্থীকর্তৃ যে কোনো প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে সাথে সাথে তার প্রার্থীতা বাতিল হবে।
* চাকুরীর ক্ষেত্রে ব্যাক্তিগত কোনো তদবির বা সুপারিশ চাকুরী লাভের অযোগ্যতা বলে গণ্য হবে।
* কোনো কারণ দর্শানো ব্যাতিরেকেই যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা বা অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
* প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করাতে সম্মত থাকতে হবে ইত্যাদি।
* চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য "অন-প্রবেশন" এ নিয়োগ করা হবে।
যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না
উল্লেখিত পদে ঝিনাইদহ জেলার বা ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকার স্থায়ী বসিন্দা এই চাকুরীর জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না সেগুলো হলোঃ
* নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
* কোনো পরীক্ষায় এপিয়ার্ড প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।
* বাংলাদেশের নাগরিক নয় এরকম কোনো ব্যাক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
* কোনো প্রার্থী পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা,নৈতিকস্ক্লন এর কারনে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
* কোনো প্রার্থী যদি দেশের কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
* অসম্পূর্ণ আবেদনপত্র,নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে বা অসম্পন্ন ও কোনো ভুল তথ্য প্রদান করে থাকলে যে কোনো সময় প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।
আরো পড়ুনঃ পিরোজপুর পবিসে মিটার রিডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024
উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল
ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis