মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

BidyutSeva

Updated on:

মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

গত ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখে ফেনীতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ৩২ জনের একটি পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো

মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

সূচিপত্র

ভূমিকা

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে গত ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখের স্মারক নম্বরঃ- ২৭.১২.৩০২৯.৫১৬.০২.০০৮.২৪.৩৮৪৯ অনুযায়ী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোঃ ফজলুর রহমান এর স্বাক্ষরিত ফেনী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক) পদে ৩২ জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে ….

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যাতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকগণের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও পদের সংখ্যা

পদের নামপদের সংখ্যা
মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (০১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক)৩২ টি ( কম/বেশি হতে পারে) (স্থায়ী)
পদের নাম ও পদের সংখ্যার টেবিল।

আরো পড়ুনঃ 481 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আরো পড়ুনঃ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর কাজ কী এবং বেতন কত?

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বর্নিত পদে আবেদনের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে আবেদনের যোগ্যতা

  • প্রার্থীকে নূন্যতম এসএসসি (SSC) অথবা সমমান পরীক্ষায় পাশ বা উত্তীর্ণ হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যাক্তিত্ত সম্পন্ন হতে হবে।
  • গ্রামগঞ্জের প্রত্তন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিদ্যুৎ বিলের কাগজ বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচী সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।
  • প্রার্থীকে বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
  • চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় দশ হাজার (১০,০০০/- ) টাকা জমা প্রাদানের সামর্থ্য থাকতে হবে।

Online-এ আবেদনের ক্ষেত্রে পরীক্ষা ফি

উল্লেখিত পদের জন্য যে ধরনের বা পরিমাণের আবেদন বা পরীক্ষ ফি জমা দিতে হবে তা হলোঃ

  1. মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (০১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক) এর শূন্য পদে আবেদনের জন্য আবেদন বা পরীক্ষা ফি হিসাবে ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বোমোট ১১২/-(একশত বারো) টাকা (Teletalk) টেলিটক এর Prepaid নাম্বার থেকে দুইটি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।

বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী নিয়ে বিস্তারিত আলোচনা

উল্লেখিত পদের জন্য যে ধরনের বেতন ভাতা প্রদান করা হবে নিচে তা আলোচনা করা হলোঃ

মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী

  • পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী মূল বেতন বা ব্যাসিক ১৪৭০০/-(চৌদ্দ হাজার সাতশত) হতে ২৬৪৮০/- (ছাব্বিশ হাজার চারশত আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
  • এবং প্রার্থী নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
  • অর্থাৎ চাকরির শুরুতে বা প্রথম মাস থেকেই বেতন হবে প্রায় ২৫ হাজার টাকা।

আবেদন কারার শুরুর তারিখ ও সময়

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হলো ১৮ নভেম্বর ২০২৪খ্রিঃ, সকাল ১০টা হতে

আবেদন কারার সর্বোশেষ তারিখ ও সময়

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হলো ১২ ডিসেম্বর ২০২৪খ্রিঃ বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত।

আবেদনের বয়সসীমা

এই পদে আবেদনের প্রার্থীর বয়সসীমা ১৮-১১-২০২৪ইং তারিখে আবশ্যই ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি অথবা সমমানের সনদ বিবেচিত হবে এবং কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।

যোগ্যতা যাচাইয়ের জন্য প্রার্থীর যেসকল কাগজপত্র প্রয়োজন হবে

  1. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  2. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র।
  3. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দ সে ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
  4. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  5. জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ পত্র।
  6. Online- এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ও (Admit Card)।
  7. সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ।

আবেদন ফরম পূরণ এবং পররীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

  1. লিখিত/মৌখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত ও অন্যান্য সনদপত্রের দাখিল করতে হবে।
  2. সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ/ জাতীয়কৃত সংস্থা এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ফরম বা ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
  3. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।
  4. প্রার্থীকর্তৃ যে কোনো প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে ফেনী পবিস কর্তৃক কোনো কারণ দর্শানো ব্যাতিরেকেই সাথে সাথে তার প্রার্থীতা বাতিল হবে বা নিয়োগ প্রাপ্ত হলে তার নিয়োগ পত্র বাতিল করা হবে।
  5. চাকুরীর ক্ষেত্রে ব্যাক্তিগত কোনো তদবির বা সুপারিশ চাকুরী লাভের অযোগ্যতা বলে গণ্য হবে।
  6. নিয়োগের ক্ষেত্রে বাপবিবোর্ডের/ফেনী পবিস কর্তৃক সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
  7. প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করাতে সম্মত থাকতে হবে ইত্যাদি।
  8. চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্যই বলবত থাকবে । এবং এই চাকুরী কখনো কোনো ক্রমেই নিয়মিত বা স্থায়ী হবে না।
  9. নিয়োগের ক্ষেত্রে সর্বোশেষ সরকারী সার্কুলার অনুযায়ী কোটা অনুসরণ করা হবে।
  10. দুই বা তার সহোদরের যে কোন একজন আবেদন করতে পারবেন। দুই সহোদর নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্ত উভয়ের চুক্তিই বাতিল হবে।

Online-এ আবেদনের পদ্ধতি

Online- আবেদনের জন্য এই লিঙ্কে প্রবেশ করে Online Aplication Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। Online- আবেদনের পদ্ধতি নিচে ছবিতে বিস্তারিত দেওয়া হলোঃ

মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি
মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি
মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না

উল্লেখিত পদে বাংলাদেশের ফেনী জেলার স্থায়ী বাসিন্দ্রা আবেদন করতে পারবেন না। এবং আরো কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না সেগুলো হলোঃ

  • নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
  • কোনো পরীক্ষায় এপিয়ার্ড প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।
  • বাংলাদেশের নাগরিক নয় এরকম কোনো ব্যাক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা,নৈতিকস্ক্লন এর কারনে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • কোনো প্রার্থী যদি দেশের কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
  • অসম্পূর্ণ আবেদনপত্র,নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে বা অসম্পন্ন ও কোনো ভুল তথ্য প্রদান করে থাকলে যে কোনো সময় প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।

আরো পড়ুনঃ ড্রাইভার পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি:সিরাজগঞ্জ পবিস-1

বিদ্যুৎ বিল বেশি আসলে ফ্রিতেই মিটার পরিবর্তন করবেন কিভাবে? | Electricity Crisis ।

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

মিটার রিডার পদে 32 জনের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি Electricity Crisis

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis

Leave a Comment