পল্লী বিদ্যুৎ লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত? সম্পূর্ণ গাইড

BidyutSeva

Updated on:

লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত ? | বিস্তারিত জানুন এখনই

পল্লী বিদ্যুতের লাইনম্যান পেশাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ পেশা। গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একজন দক্ষ লাইনম্যান এর গুরুত্ব অপরিসীম। তাদের কাজের মাধ্যমে দেশের বিদ্যুৎ সেবার মান উন্নত হয় এবং গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।

সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক শিক্ষানবীশ লাইনম্যান পদে প্রায় ৮০০ জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশ করেছে । তাই এই লাইনম্যান পদে চাকুরির আবেদন করার পূর্বে সকলেরই লাইনম্যান সম্পর্কে সম্পূর্ণ তথ্য সকলের জানা প্রয়োজন। এজন্য এই ব্লগে আমরা পল্লী বিদ্যুতের লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত? চ্যালেঞ্জ, যোগ্যতা এবং সাধারণ প্রশ্নাবলীর বিস্তারিত আলোচনা করব।

লাইনম্যান পদকে পল্লী বিদ্যুৎ সিস্টেমের এর প্রাণ বলা হয়। কারণ লাইনম্যান ছাড়া এই বিশাল বিদ্যুৎ সিস্টেম টিকিয়ে রাখা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ করা কখনই সমম্ভ না। অর্থাৎ লাইনম্যানদের প্রধান দায়িত্ব হলো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যকর রাখা। তারা বিদ্যুৎ লাইন স্থাপন, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং গ্রাহকের অভিযোগ নিরশনের কাজ করেন। এছাড়াও বলা হয়ে থাকে লাইনম্যান এমণ একটি পদ যে পদে কর্মরতরা পল্লী বিদ্যুৎ সিস্টেমের পিয়ন থেকে জিএম পোস্ট পর্যন্ত সকল পোস্টের কাজ করতে সক্ষম।

পল্লী বিদ্যুৎ লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত? | বিস্তারিত জানুন এখনই

বিদ্যুৎ এর কাজ অত্যন্ত ঝুকিপূর্ণ কাজ হোয় লাইনম্যান পদে কর্মরতদেরকে অনেক মেধাবী, ক্রিয়েটিভ এবং দায়িত্বশীল হতে হয়। এজন্য লাইনম্যান নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রদেরকে নেওয়া হয় । বিদ্যুতের মতো একটি অপরিহার্য সেবাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইনম্যানের অবদান অনস্বীকার্য। শহর ও গ্রামে বসবাসরত মানুষের বিদ্যুতের ওপর নির্ভরশীলতা বাড়ার সাথে সাথে লাইনম্যান পেশার গুরুত্ব দিন দিন বাড়ছে।

সূচিপত্র

একজন লাইনম্যান এর কাজ কি ? তার বিবরণঃ

পল্লী বিদ্যুতের একজন লাইনম্যানের কাজ অত্যন্ত বহুমুখী এবং দায়িত্বপূর্ণ। বর্তমানে পল্লী বিদ্যুৎ সিস্টেমে পর্যাপ্ত লাইনম্যানের অভাবের কারণে এবং অধিক কাজের চাপের কারণে লাইনম্যানদেরকে দিনে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে হয়। মূলত লাইনম্যানের কাজকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায় নিচে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো :

১. লাইন স্থাপন (Installation):

নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য লাইনম্যানরা মিটার স্থাপন, মিটার এর সার্ভিস তার টানা এবং সংযোগের কাজ করেন। এটি অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন।

বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সিস্টেমের শুরুর দিকে নতুন লাইন নির্মাণ কাজে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা সরাসরি নিয়োজিত থাকতেন । বর্তমানে এই কাজ ঠিকাদারের মাধ্যমে করার কারণে এখন আর পল্লী বিদ্যুতের লাইনম্যানদের নতুন লাইন নির্মাণ কাজ করতে হয় না। তবে উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশে কিছু কিছু ইমার্জেন্সি বা জরূরী ক্ষেত্রে এখনো পল্লী বিদ্যুতের লাইনম্যানদের নতুন লাইন নির্মাণ কাজ করতে হয়।

২. রক্ষণাবেক্ষণ (Maintenance):

বিদ্যুৎ লাইন, বিদ্যুতের তার, ট্রান্সফরমার, বিভিন্ন ইন্সটুমেন্ট এবং খুঁটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা লাইনম্যানদের অন্যতম কাজ। অর্থাৎ বিদ্যুৎ লাইনের সাথে সম্পর্কিত যেকোনো কিছুতেই যেকোনো সময় ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামত করা লাইনম্যানদের দায়িত্ব।

এছাড়াও বিদ্যুতের লাইন নিয়মিত পরিদর্শন করে লাইনের সমস্যা চিহ্নিত করে তা রিপোর্ট বা নোটের মাধ্যমে কর্তৃপক্ষকে অবগত করে তাদের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় মালামাল,যানবাহন এবং জনবল সংগ্রহপূর্বক চিহ্নিত বিদ্যুৎ লাইনের সমস্যা সমাধান বা রক্ষনাবেক্ষণ কাজ লাইনম্যানদের করতে হয়।

৩. সমস্যা সমাধান (Troubleshooting):

ঝড়-বৃষ্টি, গাছ পড়া, বা কোনো দুর্ঘটনার কারণে, দীর্ঘদিন ব্যবহারের কারনে বা প্রাকৃতিক কারণে লাইন ক্ষতিগ্রস্ত হলে লাইনম্যানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন। এছাড়াও গ্রাহকের দেওয়া বিদ্যুৎ সম্পর্কিত সকল অভিযোগ লাইনম্যান নিরশন করেন।

৪. বকেয়া আদায় (Collection of dues):

পল্লী বিদ্যুতের প্রায় ৯০% গ্রাহকের পোস্ট পেইড মিটার হওয়ায় প্রচুর পরিমাণে গ্রাহকের বিল বকেয়া থাকে। এই বকেয়া বিল আদায়ের জন্য প্রত্যেক লাইনম্যানের নামে কিছু এরিয়া বা বই বরাদ্দ করা থাকে । এই বরাদ্দকৃত বই গুলোর মধ্যে থাকা সকল বকেয়া বিদ্যুৎ বিল ওই লাইনম্যানকেই আদায় করতে হয়।

বকেয়া আদায় সাধারনত অনেক চ্যালেঞ্জিং কাজ হয়ে থাকে । এক্ষেত্রে লাইনম্যানদেরকে অফিসের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ বিল বকেয়াধারী গ্রাহকদের মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে হয়।

৫. মিটার লাগানো (Meter installed):

বিদ্যুতের বিভিন্ন কাজের মধ্যে একটি গুরুত্ব পূর্ণ কাজ হচ্ছে মিটার স্থাপন। লাইনম্যান বিদ্যুতের নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বা নতুন মিটার স্থাপন, নষ্ট বা ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তন, অরক্ষিত ঝুকিপূর্ণ মিটার রিমুভ করা, সংযোগ বিচ্ছিন্ন কৃত মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া ইত্যাদি কাজ করে থাকে।

৬. উপকেন্দ্রে ডিউটি ( Substation Duty):

পল্লী বিদ্যুৎ সিস্টেমে বিতরন লাইন নিয়ন্ত্রনের জন্য প্রায় প্রত্যেক অফিসের একটি করে ৩৩/১১ কেভি উপকেন্দ্র বা সুইচিং স্টেশন রয়েছে। যেখানে সার্বক্ষনিক বা ২৪ ঘন্টাই একজন লাইনম্যানকে দায়িত্ব পালন বা ডিউটি করতে হয় এবং উপকেন্দ্রের যাবতীয় ঘটনাবলি রেজিষ্টারে এন্ট্রি করে সংরক্ষন করতে হয় ও প্রয়োজন অনুযায়ী লাইন বন্ধ, চালু এবং সাট-ডাউন প্রদান করতে হয় যা অত্যন্ত সেন্সিটিভ কাজ। পাশাপাশি সেখানে ওই অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল থাকে যেটি ডিউটিরত লাইনম্যানের দায়িত্বে থাকে তাই গ্রাহকপ্রান্ত থেকে আগত সকল ফোন লাইনম্যানকে রিসিভ করতে হয় এবং প্রয়োজন মোতাবেক তাদের পরামর্শ এবং সেবা দিতে হয়। সাথে সাথে আগত অভিযোগ রেজিষ্টারে এন্ট্রি করে তৎক্ষণাৎ তা অভিযোগ নিরশনের দায়িত্বে থাকা লাইনম্যানকে অভিযোগ নিরশনের জন্য জানাতে হয় ।

৬. অন্যান্য বিভিন্ন কাজ:

  • বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ত্রুটি নির্ধারণ এবং মেরামত।
  • বিভিন্ন সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা।
  • কাজের সময় নিরাপত্তা বিধি মেনে চলা।
  • টিম ম্যানেজমেন্ট এবং সমন্বয়ের কাজ।
  • বিদ্যুৎ চুরি রোধে অভিযান পরিচালনা।
  • গ্রাহক মোটিভেশনে ঊঠান বৈঠক পরিচালনা করা ইত্যাদি।

পল্লী বিদ্যুতের লাইনম্যানের বেতন কাঠামো:

পল্লী বিদ্যুতের লাইনম্যানদের বেতন তাদের অভিজ্ঞতা বা চাকুরির বয়সের উপর নির্ভর করে।

১. প্রাথমিক পর্যায়ে বেতন:

চাকুরীতে যোগদান করে অন-প্রবেশনকালীন সময়ে মূল বেত ১৫৫০০টা সাথে পবিস বেতন কাঠামো অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন যেমনঃ বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, ঝুকি ভাতা ইত্যাদি। অর্থাৎ শুরুর দিকে সাধারণত একজন শিক্ষানবীশ লাইনম্যানের বেতন প্রায় ২৬,০০০ ( ছাব্বিশ হাজার) থেকে ২৮,০০০ ( আঠাশ হাজার) টাকা পর্যন্ত হয়।

তবে এক বছর অন-প্রবেশণ কালীন সময় পার করে লাইনম্যান গ্রেড-২ পদে পদোন্নতি পাওয়ার পর বা চাকুরী নিয়োমিত হওয়ার পর পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী তাদের মূল বেতন ১৬৬০০ টাকা স্কেলে বেতন হবে এবং সাথে অন্যান্য ভাতা ও সুবিধাদী প্রাপ্ত হয়। অর্থাৎ চাকুরির বয়স ১-২ বছর হলে একজন লাইনম্যানের বেতন প্রায় ২৮,০০০ ( আঠাশ হাজার) থেকে ৩০,০০০ ( ত্রিশ হাজার) টাকা পর্যন্ত হয়।

২. অভিজ্ঞ লাইনম্যানের বেতন:
  • ২৫-৩০ বছরের অভিজ্ঞতা থাকলে মাসিক বেতন বেড়ে ৫৫,০০০ ( পঞ্চান্ন হাজার) থেকে ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকা পর্যন্ত হয়।
  • অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ওভারটাইম এবং বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণ ও বৃদ্ধি পেতে থাকে।
লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত ? | বিস্তারিত জানুন এখনই
লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত ? | বিস্তারিত জানুন এখনই

লাইনম্যান পদে অতিরিক্ত বা অন্যান্য সুবিধা:

বেতন ছাড়াও লাইনম্যানরা অরো অনেক ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধাদি পেয়ে থাকেন সেগুলো হলোঃ

  • প্রতি বছরে মূল বেতনের সমমান ০২ টি করে উৎসব বোনাস।
  • প্রতি বছর তার মূল বেতনের ১০% সমমান ০১ টি বৈশাখী বোনাস।
  • পবিসের প্রাপ্তি সাপেক্ষে বছরে একবার এপিএ বোনাস।
  • চাকুরী শেষে এককালীন সুবিধা। অর্থাৎ একজন লাইনম্যান সফলভাবে তার চাকুরী জীবন সমাপ্ত করলে চাকুরী শেষে সে প্রায় আশি (৮০) লক্ষ থেকে এক (১) কোটি টাকা প্রাপ্ত হয়।
  • ওভারটাইম এবং প্রণোদনা।
  • স্বাস্থ্যবিম বা জীবনবীমা
  • শুদ্ধাচার পুরষ্কার

৩. ছুটি

একজন লাইনম্যান প্রতি বছর ২০ দিন নৈমিত্তিক ছুটি এবং ৩৩ দিন অর্জিত ছুটি পাওয়ার বিধান রয়েছে। এছাড়াও অতিরিক্ত প্রয়োজন হলে সে বিন বেতনে ছুটি নিতে পারবে। তবে বাস্তবিক অর্থে কাজের চাপ ও কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ার কারণে বেশির ভাগ সময়ই একজন লাইনম্যান বছরে ১০ থেকে ১৫ দিনের বেশি ছুটি ভোগ করতে পারেন না।

১. শিক্ষাগত যোগ্যতা:

  • সাধারণত এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।
  • অবশ্যই বিজ্ঞান (science) বিভাগ থেকে জিপিএ ৫ এর মধ্যে সর্বোনিম্ন জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হয়।
  • কারিগরি শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টেকনিক্যাল ট্রেনিং কোর্সের সনদ থাকলে অগ্রাধিকার পাওয়া যায়।
  • বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও শরীর চর্চা বিষয়ক ক্রীয়া কর্মে পারদর্শীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।

২. শারীরিক যোগ্যতা:

  • লাইনম্যানদের কাজ শারীরিকভাবে কঠিন। তাই সুস্থ এবং শক্তিশালী শরীর অপরিহার্য।
  • উচ্চতা অবশ্যই সর্বোনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন নূন্যতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় নূন্যতম ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় নূন্যতম ৩২ ইঞ্চি হতে হবে।
  • খুঁটি বা স্থাপনা বেয়ে ওঠা ও নামা এবং বিদ্যুৎ সরঞ্জাম বহন করার মতো কাজ করার সক্ষমতা থাকতে হবে।
  • ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতীহীনভাবে নূন্যতম ৫ বার বুক পর্যন্ত উঠা ও নামায় সক্ষম হতে হবে।

৩. বয়স:

লাইনম্যান পদে আবেদন করতে বয়স ১৮ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হয়।

৪. প্রশিক্ষণ:

  • লাইনম্যানদের জন্য প্রশিক্ষণ আবশ্যক। নিয়োগ প্রাপ্ত বা লিখিত পরীক্ষায় পাশ করার পর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নতুন শিক্ষানবীশ লাইনম্যানদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • প্রশিক্ষণে বৈদ্যুতিক কাজের তত্ত্ব ও ব্যবহারিক, বিদ্যুতের পোলে উঠা-নামা এবং অন্যান্য সকল কাজের শিক্ষা দেওয়া হয়। একজন দক্ষ লাইনম্যান হতে হলে অবশ্যই প্রশিক্ষনে মনযোগী হওয়া অত্যন্ত জরূরী।
  • পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে নিয়োগ লাভের পর তাকে আরো দক্ষ করার লক্ষে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আরো অনেক বার প্রশিক্ষনের ব্যবস্থা করেন এবং এগুলোর সম্পূর্ণ খরচ তারাই বহন করেন।

৫. প্রযুক্তিগত দক্ষতা:

  • বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহার এবং মেরামতের কাজ জানা।
  • উচ্চ-ভোল্টেজ লাইন নিয়ে কাজ করার সময় সতর্ক থাকা এবং সুরক্ষা মান মেনে চলা।
  • নিজের অন্যের নিরাপত্তা সর্ম্পকে নিজে সচেতন হওয়া।

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত লাইনম্যান পদের নিয়োগ প্রক্রিয়া হলোঃ প্রথমতো চাকুরীর সার্কুলার অনুযায়ী নির্ধারিত পরিমান অর্থ ব্যাংক ড্রাফট করে, নির্ধারিত তারিখ ও স্থানে আবেদনপত্র সহ উপস্থিত হয়ে শারিচরিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয়। এরপর শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পোস্ট অফিসে চিঠির মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয় বা এডমিট কার্ড দেওয়া হয়।

এরপর এডমিট কার্ডে উল্লেখিত স্থান এবং সময়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিস অর্ডারের মাধ্যমে ট্রেনিং বা প্রশিক্ষনের জন্য ডাকা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে প্যানেল প্রস্তুত করে রাখা হয় যাদেরকে পরবর্তীতে ডাকা হয়। এবং প্রশিক্ষনের মধ্যে মৌখিক পরীক্ষা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনের লিখিত পরীক্ষা নেওয়া হয় । এই দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে পরবর্তীতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শিক্ষানবীশ লাইনম্যান হিসাবে পোস্টিং প্রদান করে হয়। এটাই হচ্ছে লাইনম্যান পদে চাকুরীর জন্য নিয়োগ প্রক্রিয়া।

পল্লী বিদ্যুৎ লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত? | বিস্তারিত জানুন এখনই

আরো জানুন- পল্লী বিদ্যুৎ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর কাজ কী এবং বেতন কত?

কাজের চ্যালেঞ্জ এবং ঝুঁকি

চ্যালেঞ্জসমূহ:

  1. চরম আবহাওয়ায় কাজ করা:
    লাইনম্যানদের ঝড়, বৃষ্টি, তীব্র গরম বা ঠান্ডার মধ্যেও কাজ করতে হয়।
  2. উচ্চতায় কাজ করা:
    অনেক সময় খুঁটি বেয়ে উচ্চতায় উঠতে হয়, যা ঝুঁকিপূর্ণ হতে পারে।
  3. দীর্ঘ সময় কাজ:
    বিদ্যুৎ বিভ্রাট হলে তা সমাধান করতে দীর্ঘ সময় কাজ করতে হয়।

ঝুঁকিসমূহ:

  • উচ্চ-ভোল্টেজ লাইন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
  • পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

ঝুঁকি কমানোর উপায়:

  • সঠিক প্রশিক্ষণ।
  • আগে নিরাপত্তা পরে কাজ এটা মেনে কাজ করা।
  • উন্নত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার।
  • নিয়ম অনুযায়ী সার্বোক্ষনিক নিরাপত্তা বিধি মেনে চলা।
  • কাজের সময় সতর্কতা বজায় রাখা।

কাজের সুযোগ এবং ভবিষ্যৎ

পল্লী বিদ্যুতের লাইনম্যান পেশায় উন্নতির অনেক সুযোগ রয়েছে।

  • পদোন্নতি: অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষানবীশ লাইনম্যান থেকে লাইনম্যান গ্রেড-২ এরপর লাইনম্যান গ্রেড-১, এরপর লাইন টেকনিশিয়ান, এরপর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে জনুয়র ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি প্রদান করা হয়। এরপর আরো এজিএম(ওএন্ডএম) পদে পদোন্নতির সুযোগ থাকলেও সাধারণত তার আগে একজন লাইনম্যানের চাকুরী জীবন শেষ হয়ে যায় বা বয়স ৬০ বছর হয়ে যায়।
  • উচ্চতর প্রশিক্ষণ: লাইনম্যানদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ শেষ করার পর উন্নত প্রযুক্তির কাজে নিয়োজিত হওয়ার সুযোগ থাকে।
  • বিদেশে কাজের সুযোগ: অনেক দেশেই অভিজ্ঞ লাইনম্যানদের চাহিদা রয়েছে।

১. লাইনম্যানদের কাজ কি বিপজ্জনক?

হ্যাঁ, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তবে সঠিক প্রশিক্ষণ এবং সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে ঝুঁকি কমানো যায়।

২. একজন লাইনম্যান কীভাবে প্রশিক্ষণ নিতে পারেন?

লাইনম্যানদের প্রশিক্ষণ পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে নেওয়া যায়।

৩. লাইনম্যানের মাসিক আয় কত?

শুরুর দিকে বেতন ২৬,০০০ ( ছাব্বিশ হাজার) থেকে ২৮,০০০ ( আঠাশ হাজার) টাকা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এটি ৫৫,০০০ ( পঞ্চান্ন হাজার) থেকে ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকা পর্যন্ত হতে পারে।

৪. লাইনম্যানদের কি অবসরকালীন সুবিধা থাকে?

সরকারি প্রতিষ্ঠান বা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে চাকরি করলে এককালীন, গ্র্যাচুইটি, এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান সফলভাবে তার চাকুরী জীবন সমাপ্ত করলে চাকুরী শেষে সে প্রায় আশি (৮০) লক্ষ থেকে এক (১) কোটি টাকা প্রাপ্ত হয়।

৫. মহিলারা কি লাইনম্যান হিসেবে কাজ করতে পারেন?

বর্তমানে বাংলাদেশে বা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসাবে মহিলাদের নেওয়া হয় না তবে বিশ্বের বিভিন্ন দেশে মহিলারা লাইনম্যান হতে পারেন। তবে কাজের শারীরিক চাহিদার কারণে এটি তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে।

উপসংহার

পল্লী বিদ্যুতের লাইনম্যান পেশাটি অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। এটি একটি চ্যালেঞ্জিং পেশা হলেও দেশের উন্নয়নে এর অবদান অনস্বীকার্য। যারা কঠোর পরিশ্রম এবং প্রযুক্তিগত কাজ পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় কর্মজীবন হতে পারে। সঠিক প্রশিক্ষণ, দক্ষতা, এবং নিরাপত্তার সাথে কাজ করলে এই পেশায় উন্নতির সুযোগ রয়েছে।

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis

আপনার যদি লাইনম্যান পেশা সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন! আমরা উত্তর দিবো।

9 thoughts on “পল্লী বিদ্যুৎ লাইনম্যান এর কাজ কি এবং বেতন কত? সম্পূর্ণ গাইড”

    • পল্লী বিদ্যুৎ সরকারি স্বায়ত্ত-শাসিত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। তবে এখানে যারা চাকুরী করেন তাদের চাকুরী স্থায়ী বা নিয়োমিত এবং সরকারি চাকুরির থেকে অনেক গুন বেশি বেতন পেলেও … পল্লী বিদ্যুৎ এর চাকুরী সরাসরি রাজস্ব এটা কোথাও উল্লেখ নাই। তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রনে বা অধীনে এরা কার্য পরিচালনা করা যা একটি সরকারী একটি সংস্থা। অর্থাৎ পল্লী বিদ্যুৎ সরকারি প্রতিষ্ঠান হলেও এদের চাকুরি রাজস্ব খাতের আওতাভুক্ত নয়।

      Reply
  1. আচ্ছ এই চাকরিটা কত বছর করা লাগবে?
    আর কোনোভাবেই কি নিজ জেলায় পদায়ন করা যাবে না? যদি যাই তাহলে তার উপায় কি

    Reply
    • বয়স ৬০ বছর পর্যন্ত তবে কিছু কিছু সার্কুলারে ৫৫ বছর ও উল্লেখ আছে… আপনার নিয়োগ পত্রে উল্লেখিত বয়স অনুযায়ী আপনার অবসর নির্ধারিত হবে। এবং নিজ জেলায় বা নিজ ভৌগলিক এলাকার পবিসে পদায়ান করা হবে না। আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

      Reply
  2. অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভাইয়া। ধন্যবাদ এতো সুন্দর করে বোঝানোর জন্য ❤❤

    Reply
  3. লাইন ম্যানের চাকরির পাশাপাশি কি পড়াশোনা করার সুযোগ থাকে ভাই।।। মানে পরিক্ষার সময় কি তারা ছুটি দিবেন পরিক্ষা জন্য

    Reply
    • জি ভাই, লাইনম্যানের চাকুরির পাশাপাশি আপনি পড়াশোনা এবং পরীক্ষা সবই দিতে পারবেন। তবে, এই রকম কোনো নিয়ম নাই যে আপনাকে পড়াশোনার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষকে কনভিন্স করে পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। এটা করা বেশ কঠিন হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা সম্ভব হয়। অনেকই (৮০% লাইনম্যানই) এই পদে চাকুরীর পাশাপাশি পড়াশোনা করে ডিগ্রি,অনার্স,মাস্টার্স, ডিপ্লোমা ও বিএসসি পাশ করেছেন। নিজের চেষ্টা ও হার না মানা মনোভাবই এখানে বড় ভূমিকা রাখে।

      প্রিয় ভাই,
      আশা করি আমাদের কন্টেন্ট আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
      আমাদের কন্টেন্টে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

      Abu Bokkor
      Owner & CEO at BidyutSeva.com

      Reply

Leave a Comment