সম্প্রতি ডিপিডিসি বা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে ১৫ জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন , কাজ , পোস্টিং এর স্থান ইত্যাদি সকল ও সম্পূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ লিখাটি পড়ুন এবং আবেদন করুন আজই !
ডিপিডিসি চাকরির সার্কুলার ২০২৫ – এ যা বলা হয়েছে
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ডিপিডিসি) একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এর নির্ধারিত ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ সরবারাহ, পরিচালন ও সংরক্ষন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কোম্পানির নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক [প্রতিবার চুক্তি সর্বোচ্চ ০৩ বছরের জন্য ( প্রথমবার এক বছর শিক্ষানবীশ কালসহ)] নিয়োগের লক্ষ্যে সৎ, নিবেদিত, উদ্দ্যোগী, প্রতিকুল অবস্থায় চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী এবং কোম্পানি কর্তৃক নির্ধারিত কাজ করার মানসিকতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।

সংস্থা কর্তৃক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করা সাপেক্ষে ও সন্তোষজনক কাজের ভিত্তিতে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ ০৩ (তিন) বছর পর পর নবায়ন করা হবে এবং সর্বোচ্চ ৬০ (ষাট) বছর পর্যন্ত এই চাকুরী করা যাবে।
পদের নাম ও সংখ্যাঃ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদের নামঃ সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং এই পদে মোট ১৫ জন লোক নিয়োগ দেওয়া হবে । তবে এই পদের সংখ্যা কম বা বেশি হতে পারে যা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা
সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য অবশ্যই ব্যবসায় শিক্ষা/ বানিজ্য বিভাগে স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি পাশ হতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা আকাংখিত হলেও অত্যাবশ্যক নয় তবে কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা তা সমতুল্য গ্রহণযোগ্য হবে না।
সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এর কাজ
সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ব্যাক্তিদের কাজের দায়িত্ব হলো দপ্তরের ক্যাশবুক ব্যবস্থাপনা, বেতন ভাতা, খুচরা/ নগদ ক্রয়, ডিসিএস, অগ্রিম আয়কর ও ভ্যাট, ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক লেনদেন, অডিট আপত্তি নিষ্পত্তি, ঠিকাদার/ সরবারাহকারীর বিল প্রদান প্রভূতি কার্যাবলী সম্পাদনে সহায়তা প্রদান ও দাপ্তরিক রেকর্ড-পত্রাদি যথাযথভাবে সংরক্ষন এবং চাহিদামত তথ্য সরবারাহসহ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

Click here to download circular for the post of “Senior Accounts Assistant”
বেতন ও অন্যান্য ভাতাদি
সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগপ্রাপ্তদের ডিপিডিসি’র বেতন গ্রেড-১২ অনুযায়ী, মূল বেতন : মাসিক ২৪,০০০/- টাকা , বাড়ি ভাড়া ভাতা : মূল বেতনের ৬০% তবে নারায়ণগঞ্জ বা ১৪,৪০০/- টাকা ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের ৫০% বা ১২,০০০/- টাকা , যাতায়াত ভাতা : মাসিক ৩,০০০/- টাকা, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০% হারে ২,৪০০/- টাকা অথবা নূন্যতম ২,০০০/- টাকা দেওয়া হবে।
অর্থাৎ বেতন সর্বসাকুল্য হবে = ৪৩,৮০০/- টাকা।
তাছাড়া প্রতি বছর দুইটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্সুরেন্স ও ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি সমাপনান্তে গ্রাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধা প্রাপ্য হবেন। এমপ্লয়ী নিজে তার আয় কর জমা প্রদানে বাধ্য থাকবেন।
চাকুরীতে আবেদনের শর্তাবলী
১. আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে ১৫-০১-২০২৫ খিঃ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে । বয়স প্রমানের ক্ষেত্রে কোনো ক্রমেই জন্ম তারিখ অথবা বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২. অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং ডিপিডিসি’র নিজস্ব কর্মচারীদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ০৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. সরকারি, আধাসরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
৪. সততা, সাহসিকতা এবং পারস্পরিক সমন্বয়ে কাজ করায় দক্ষ হতে হবে।
৫. প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
৬. নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের তদবির, অবৈধ যোগাযোগ প্রচেষ্টার জন্য প্রার্থীর আবেদনপত্র বাতিল হতে পারে। আবেদন গ্রহণযোগ্যতা বা অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৭. আগ্রহী প্রার্থীকে অবশ্যই ডিপিডিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি, স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে।
প্রার্থীকে Rocket (DBBL Mobile Banking) এর মাধ্যমে ১০০০ টাকা ( অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করে আগামী ১৫-০১-২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে ডিপিডিসির ওয়েবসাইট এ প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে। সম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গন্য হবে।
৮. বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা ও নাগরিকই এই পদে আবেদন করতে পারবেন।
Click here to download instruction to apply for the post of “Senior Accounts Assistant”

উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity crisis
Nice