সম্প্রতি ০১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সম্পূর্ণ নতুনভাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে ০৪ জনের একটি পিরোজপুর পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো।
ভূমিকা
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে গত ০১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের স্মারক নম্বর ২৭.১২.৭৯৮০.৫২১.০১.১৯.২৪.১৮৪৬ অনুযায়ী পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নূরূল হুদা এর স্বাক্ষরিত পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ডাটা এন্ট্রি অপারেট পদে ০৪ জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা ০২ ডিসেম্বর এ যুগান্তর পত্রিকায় এসেছে এবং সেখানে বলা হয়েছে ….

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সার্কুলার
সূচিপত্র
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নক্তবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও পদের সংখ্যা
পদের নাম | পদের সংখ্যা |
ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত) | ০৪টি (কম/বেশি হতে পারে) |
আবেদন করার সর্বোশেষ তারিখ ও সময়
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার সর্বোশেষ তারিখ হলো ২৯-১২-২০২৪খ্রিঃ, বিকাল ০৫ ঘটিকা বা অফিস চলাকালীন সময় পর্যন্ত।
আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বর্নিত ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ
ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের যোগ্যতাঃ
* প্রার্থীর SSC ও সমমান এবং HSC ও সমমান পরীক্ষায় রেজাল্ট নূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা GPA-5.00 এর মধ্যে অবশ্যই নূন্যতম GPA-2.00 থাকতে হবে।
** প্রার্থীকে কম্পিউটার চালনায় ব্যবহারে পারদর্শী, কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞ হতে হবে।
*** কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে নূন্যতম ২০ (বিশ) টি শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
**** সঠিক ব্যাকরণ, বাংলায় প্রমিত বানান রীতি, ইংরেজি ব্যাকরণসহ বনান, বিরাম চিহ্ন এর সঠিক প্রয়োগ ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
***** কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর এবং পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে।
****** সঠিক নথি পদ্ধতি , পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সমক্য জ্ঞান থাকতে হবে।
******* ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদন ফি
উল্লেখিত ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে পরিমাণের আবেদন বা পরীক্ষ ফি জমা দিতে হবে তা হলোঃ
উল্লেখিত ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য বাংলাদেশের যেকোনো তফসিলী ব্যাংক হতে জেনারেল ম্যানেজার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি , মরিচাল, হুলারহাট, পিরোজপুর - এর অনুকূলে ১০০/- ( একশত) টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে তা আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদী নিয়ে বিস্তারিত আলোচনা
উল্লেখিত ডাটা এন্ট্রি অপারেটর জন্য যে ধরনের বেতন ভাতা প্রদান করা হবে নিচে তা আলোচনা করা হলোঃ
ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন ও ভাতাসহ অন্যান্য সুবিধাদীঃ
* পবিস বেতন কাঠামো-২০১৬ (সংশোধিত) অনুযায়ী ১৮৩০০/-( আঠারো হাজার তিনশত ) টাকা থেকে ৪৬,২৪০/- (ছয়চল্লিশ হাজার দুইশত চল্লিশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
** নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
*** বছরে দুইটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস প্রাপ্য হবেন এবং সরকার বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হতে সমিতিতে প্রদেয় সকল বোনাস নিয়ম অনুযায়ী পাবেন।
***** কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি এবং ৩৩ দিন অর্জিত ছুটি প্রাপ্য হবেন ইত্যাদি।

প্রার্থীর বয়স সীমা
প্রার্থীর বয়সসীমা ২৯-১২-২০২৪ইং তারিখে আবশ্যই সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
* শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এর সত্যায়িত অনুলিপি বা কপি (মার্কশীট বা প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয়)।
** কম্পিউটার পরিচালনার সনদপত্রের ( যদি থাকে) সত্যায়িত অনুলিপি।
*** জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদের (অনলাইনে নিবন্ধিত) সত্যায়িত অনুলিপি।
**** সদ্য তোলা তিন (০৩) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার পিছনে প্রার্থীর নাম লিখা এবং প্রথম শ্রেনির কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
***** স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ পত্র।
****** প্রার্থী কর্তৃক বাংলাদেশের যেকোনো তফসিলী ব্যাংক হতে জেনারেল ম্যানেজার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি , মরিচাল, হুলারহাট, পিরোজপুর - এর অনুকূলে ১০০/- ( একশত) টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে তা আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
******* সকল কাগজপত্রে প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নাম, পদবী সম্বলিত সীলসহ) হতে হবে।
বর্নিত পদে আবেদন ফরম পূরণ এবং পররীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী
* সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ/ জাতীয়কৃত সংস্থা এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ফরম বা ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
*** প্রার্থীদের প্রয়োজনমত লিখিত ( MCQ,রচনামূলক),ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক সাক্ষাতকার পরীক্ষা গ্রহণ করা হবে।
**** লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
***** প্রার্থীকর্তৃক যে কোনো প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে সাথে সাথে তার প্রার্থীতা বাতিল হবে।
****** চাকুরীর জন্য যে কোন ব্যাক্তিগত যোগাযোগ, তদবির বা সুপারিশ চাকুরী লাভের ক্ষেত্রে অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে।
******* কোনো কারণ দর্শানো ব্যাতিরেকেই যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা বা অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
******** প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করাতে সম্মত থাকতে হবে ইত্যাদি।
******** চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য "অন-প্রবেশন" এ নিয়োগ করা হবে।
********* নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যেভাবে আবেদন করতে হবেঃ
আবেদনকারীদেরকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা এই পোস্টের উপরে দেওয়া আবেদন ফর্ম ( ফর্ম নং- পমাসপ-১১০-০০২, ভার্সন-০১) A4 সাইজের কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরন করে আগামী ২৯-১২-২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি , মরিচাল, হুলারহাট, পিরোজপুর এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
নির্ধারিত আবেদন ফর্ম ব্যাতিত অন্য কোন আবেদন ফর্মে/সাদা কাগজে/ টাইপকৃত/ সরাসরি কোন আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না

যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না
উল্লেখিত পদে পিরোজপুর জেলার বা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকার স্থায়ী বসিন্দা এই চাকুরীর জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না সেগুলো হলোঃ
* নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
** কোনো পরীক্ষায় এপিয়ার্ড প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।
*** কোনো প্রার্থী পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা,নৈতিকস্ক্লন এর কারনে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকলে বা সেচ্ছায় অব্যাহতি নিয়ে থাকলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না বা আবেদন করার প্রয়োজন নেই।
**** কোনো প্রার্থী যদি দেশের কোনো ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই প্রার্থীর আবেদন নিয়োগ লাভের জন্য বিবেচনা করা হবে না।
***** অসম্পূর্ণ আবেদনপত্র,নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে বা অসম্পন্ন ও কোনো ভুল তথ্য প্রদান করে থাকলে যে কোনো সময় প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।
****** পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক/মহিলা পরিচালক ও কর্মকর্তা/কর্মচারীদের রক্তের সম্পর্কীয় কেউ অথবা তাদের স্বামী /স্ত্রীদের রক্তের সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না।
******* বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
আরো পড়ুনঃ পিরোজপুর পবিসে মিটার রিডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024
উপরোক্ত আলোচনাটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল

ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis
I was able to find good advice from your blog posts.
If you desire to increase your knowledge just keep visiting this
site and be updated with the most recent information posted here.