সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর-কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি

BidyutSeva

Updated on:

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরসমূহ

“কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ এর সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর এখানে পাচ্ছেন সহজেই এবং শতভাগ নির্ভুলভাবে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যেকোনো জায়গায় বিদ্যুৎ এর দূর্ঘটনা এড়াতে এবং বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সেবা ও সমস্যায় দ্রুত সমাধানের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ২৪ ঘটা।” – BidyutSeva.com

বিদ্যুৎ এর যেকোনো সমস্যায়, জরুরী বিদ্যুৎ সেবা পেতে সর্ব প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে মোবাইলের মাধ্যমে অভিযোগ জানানো। তাই আজ আমরা কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরসমূহ উপস্থাপন করব।

ফলে কুষ্টিয়া জেলা বাসি পল্লী বিদ্যুতের যেকোনো সেবা পেতে বা বিদ্যুৎ এর যে কোনো দূর্ঘটনা এড়াতে দ্রুত যোগাযোগ করতে পারবেন। তাই নিচের দেওয়া মোবাইল নম্বরগুলো সংগ্রহ করে রাখুন এবং বিদ্যুৎ এর দূর্ঘটনা এড়াতে বা প্রতিরোধে কি করনীয় বা নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন।

অভিযোগ কেন্দ্রের নামঅভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরনিয়ন্ত্রণকারী অফিসের নাম
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি
সদর দপ্তর, বারখাদা,কুষ্টিয়া
০১৭৬৯-৪০১৩৬০কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি
সদর দপ্তর, বারখাদা,কুষ্টিয়া
ছেউরিয়া অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৬২কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি
সদর দপ্তর, বারখাদা,কুষ্টিয়া
হরিপুর অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৭১কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি
সদর দপ্তর, বারখাদা,কুষ্টিয়া
মিরপুর জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৬৬মিরপুর জোনাল অফিস
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
খলিসাকুন্ডি অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৬৮মিরপুর জোনাল অফিস
ছন্দা অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০২২৬৪মিরপুর জোনাল অফিস
সদরপুর অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০৭০৩৭মিরপুর জোনাল অফিস
কালিদাসপুর অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০৭৮০১মিরপুর জোনাল অফিস
ভেড়ামারা জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭৮ভেড়ামারা জোনাল অফিস
কুচিয়ামোড়া এরিয়া অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭৭ভেড়ামারা জোনাল অফিস
জুনিয়াদহ অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০৭৪৪০ভেড়ামারা জোনাল অফিস
স্বস্তিপুর জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০১৩৬১
স্বস্তিপুর জোনাল অফিস
হরিনারায়নপুর এরিয়া অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৬৫স্বস্তিপুর জোনাল অফিস
ঝাউদিয়া অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৬৩স্বস্তিপুর জোনাল অফিস
বাঁশগ্রাম অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০৭০৩৫স্বস্তিপুর জোনাল অফিস
কুমারখালী জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৬৯কুমারখালী জোনাল অফিস
পান্টি এরিয়া অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭২কুমারখালী জোনাল অফিস
যদুবয়রা অভিযোগ কেন্দ্র০১৭৬৬-৬৭৫০৩৩কুমারখালী জোনাল অফিস
শিলাইদহ অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০২২৬৫কুমারখালী জোনাল অফিস
দৌলতপুর জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭৪দৌলতপুর জোনাল অফিস
আল্লারদর্গা অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৭৬দৌলতপুর জোনাল অফিস
দৌলতপুর উপজেলা অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৭৯দৌলতপুর জোনাল অফিস
ফিলিপনগর অভিযোগ কেন্দ্র ০১৭০৪-১০৮৯৫৪দৌলতপুর জোনাল অফিস
খোকসা সাব-জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭৩খোকসা সাব-জোনাল অফিস
গোপগ্রাম এরিয়া অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭০খোকসা সাব-জোনাল অফিস
প্রাগপুর সাব-জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৭৫প্রাগপুর সাব-জোনাল অফিস
ভাগজোত অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০৭০৩৬প্রাগপুর সাব-জোনাল অফিস
বাংলাবাজার অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০৭৮৯৬প্রাগপুর সাব-জোনাল অফিস
গোয়ালগ্রাম অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০২২৬৬প্রাগপুর সাব-জোনাল অফিস
পোড়াদহ সাব-জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
০১৭৬৯-৪০১৩৬৪পোড়াদহ সাব-জোনাল অফিস
হালসা অভিযোগ কেন্দ্র০১৭৬৯-৪০১৩৬৭পোড়াদহ সাব-জোনাল অফিস
হটলাইন১৬৮৯৯বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে
হটলাইন,বিদ্যুৎ বিভাগ১৬৯৯৯বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

palli bidyut helpline number near Kushtia, kushtia palli bidyut number, palli bidyut head office number , পল্লী বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার

এছাড়া উপরের নম্বরসমূহে ফোন দিয়ে কাংখিত সেবা না পেলে যোগাযোগ করুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হটলাইন নম্বর ১৬৮৯৯ এ অথবা যোগাযোগ করুন বিদ্যুৎ বিভাগের হটলাইন নম্বর ১৬৯৯৯ তে । অথবা আরো যোগাযোগ করুন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেন্ট্রাল কন্ট্রোলরুমের নম্বর ০১৭৯২-৬২৩৪৬৭, ০২-৮৯০০৫৭৫ তে। তাহলে আশা করি দ্রুতই আপনার সঠিক বিদ্যুৎ সেবা পাবেন।

আরো পড়ুনঃ বিদ্যুৎ সংযোগ প্রদানে বিলম্ব: আপনার করণীয় কী?

সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর: কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ
সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর: কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ

নিচে বিদ্যুৎ এর দূর্ঘটনা এড়াতে কিছু করনীয় বা নির্দেশনা দেওয়া হলোঃ

১.  খালি পায়ে ও ভেজা হাতে বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজ করবেন না। অবশ্যই রাবার বা স্পঞ্জ এর জুতা/স্যান্ডেল পড়ে নিন এবং টেস্টার দ্বারা বিদ্যুৎ আছে কি-না তা পরীক্ষা করে নিন।

২.  বাচ্চাদের থেকে বৈদ্যুতিক সরঞ্চামাদি/বিভিন্ন বিদ্যুৎ পয়েন্ট নিরাপদ দূরত্বে রাখুন। অপ্রয়োজনীয় পয়েন্ট গুলো কসটেপ দিয়ে বন্ধ রাখুন।

৩.  আপনার আশে পাশে বিদ্যুৎ এর ছেড়া তার পড়ে থাকতে দেখলে  কখনো খালি হাতে ধরবেন না। অবশ্যই শুকনা কাঠ/বাঁশ/ইনসুলেটেড যন্ত্রপাতি (প্লায়ার বা প্লাস) দ্বারা চলাচলের পথ থেকে সরিয়ে রাখুন এবং দ্রুত নিকটস্থ বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর এ ফোন করে খবর দিন।

৪.  গাছের ডাল/বাঁশ/ঘুড়ি বা অন্যান্য জিনিস বিদ্যুৎ লাইনে লেগে থাকরে তা কাটতে বা সরাতে যাবেন না। অবশ্যই বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধের বিষয়টি নিশ্চিত হয়ে কাজ করুন।

৫. পুকুরে/জলাশয়ে বিদ্যুৎ এর তার ছিড়ে পড়লে দ্রুত নিকটস্থ বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর এ ফোন করুন বিদ্যুৎ লাইন বন্ধ না করা পর্যন্ত অথবা বিদ্যুৎ অফিসের লাইনম্যান বা যে কোনো বিদ্যুৎ কর্মী স্পটে আসা ব্যাতিত কোন অবস্থায়ই ছিড়া বিদ্যুৎ এর তার স্পর্শ করবেন না বা পানিতে নামবেন না।

৬. বিদ্যুৎ এর তারের উপর বা কাছাকাছি কাপড় শুকতে দিবেন না। টানা তারে গরু/ছাগল বাধবেন না এবং কোন কারণে টানা তার ধরে টানাটানি করবেন না।

৭. বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্বে ঘরবাড়ি নির্মাণ করুন এবং বিদ্যুৎ লাইনের আশে পাশে গাছপালা লাগানো থেকে বিরত থাকুন।

৮.  ঘরে/ফ্লাটে/বিল্ডিং-এ/লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হলে বা আগুন লাগলে প্রথমেই মেইন সুইচ বন্ধ করুন এবং বিদ্যুৎ লাইনে হলে ফিডার বন্ধ করতে বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর এ ফোন করুন। অর্থাৎ বিদ্যুৎ এর সোর্স প্রথমেই বন্ধ করতে হবে।

১. কোন ছেঁড়া তার চোখে পড়লে কেউ স্পর্শ করবেন না, তাৎক্ষণিক নিকটবর্তী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর ফোন করে জানাবেন এবং বিদ্যুৎ বন্ধ হওয়া বা বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ কর্মী আসার আগ পর্যন্ত সেটি পাহাড়া করূন যেন নতুন কেউ এসে তা ভূল করে স্পর্শ না করে।

২. বিদ্যুৎ লাইনের উপর গাছ বা গাছের ডাল পালা বা অন্য কোন বস্তু দৃষ্টিগোচড় হলে বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর এ জানান। (বিদ্যুৎ বিলের কাগজ এর পিছনে সব অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নাম্বার দেয়া আছে)।

৩. ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোন সময় বৈদ্যুতিক খুঁটি বা টানা তারে হাত দিবেননা।

৪. মিটারের কভার তার আপনার টিনের চালে লেগে কেটে গিয়ে থাকলে অফিসে খবর দিন, নিজে হাত দিবেন না। কোন কভার তারে কাপড় শুকাতে দিবেননা।

৫. প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক, যেকোনো কাজে বিদ্যুৎ কর্মীগণ সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।

দুর্যোগের সময় বিদ্যুৎ কেন বন্ধ থাকে
দুর্যোগের সময় বিদ্যুৎ কেন বন্ধ থাকে

1. দুর্যোগের সময় বিদ্যুৎ কেন বন্ধ থাকে?

দুর্যোগের সময় বিদ্যুৎ বন্ধ রাখা হয় মানুষের নিরাপত্তার জন্য। ঝড়, বন্যা বা ভূমিকম্পের সময় বিদ্যুৎ লাইন ভেঙে পড়লে বা পানিতে ডুবে গেলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

2. বিদ্যুৎ না থাকলে জরুরি প্রয়োজনে কী করা উচিত?

দুর্যোগের সময় বিদ্যুৎ বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন:

  • মোবাইল ও পাওয়ার ব্যাঙ্ক চার্জ করে রাখুন।
  • টর্চলাইট ও ব্যাটারি প্রস্তুত রাখুন।
  • নিকটস্থ বিদ্যুৎ অফিসের হটলাইন নম্বর সংরক্ষণ করুন।
  • নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ রাখুন।

3. বিদ্যুৎ বিভ্রাটের সময় কেন মেইন সুইচ বন্ধ রাখতে বলা হয়?

ঝড়ের সময় অতিরিক্ত ভোল্টেজের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই, মিটার বা মেইন সুইচ বন্ধ রাখা নিরাপদ।

4. ঝড়-বৃষ্টি চলাকালীন বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে কী করা উচিত?

  • ছেঁড়া তার বা লাইনের কাছাকাছি যাবেন না।
  • অন্যদেরও দূরে থাকতে সতর্ক করুন।
  • দ্রুত স্থানীয় বিদ্যুৎ অফিস বা হটলাইনে যোগাযোগ করুন।

5. বন্যার সময় বিদ্যুৎ সরবরাহ কেন বন্ধ থাকে?

বন্যার সময় পানি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই, নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

6. কীভাবে দুর্যোগের সময় বিদ্যুৎ সংক্রান্ত আপডেট পাবেন?

  • স্থানীয় বিদ্যুৎ অফিসের হটলাইনে কল করুন।
  • স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন।
  • টিভি বা রেডিওর মাধ্যমে খবর সংগ্রহ করুন (ব্যাটারি চালিত হলে ভালো)।

বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে নিয়মিত ফলো করুন আমাদের Bidyutseva.com ওয়েবসাইট , ইউটিউব চ্যানেল
ELECTRICTY CRISIS এবং ফেসবুক পেইজ Electricity Crisis.

Leave a Comment