চাকুরী অবসান হলো পল্লী বিদ্যুতের 20 কর্মকর্তার:BREB

BidyutSeva

Updated on:

পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার চাকুরী অবসান করলো

সম্প্রতি পল্লী বিদ্যুৎ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মধ্যে বিভিন্ন বৈষম্য নিয়ে পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন করছিলেন। তারই প্রেক্ষিতে পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার চাকুরী অবসান করলো BREB বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এবং ১০ জন কর্মকর্তার নামে মামলা করেছে। এর প্রতিবাদে বিদ্যুৎ এর কমপ্লিট শাট ডাউন ঘোষণা করেছে পল্লী বিদ্যুতের আন্দোলনকারীরা ।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত মোট প্রায় ৭০ টি পল্লী বিদ্যুৎ সমিতি ১৭/১০/২০২৪ইং তারিখ কিছু পবিস সকাল ১১ঃ৩০টা এবং কিছু পবিস দুপুর ৩টা থেকে কমপ্লিট সাটডাউন করে দেয়, ফলে এই সব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবারাহ বন্ধ থাকে । আরইবি – পবিস একই চাকুরী বিধি বা অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত চুক্তিভিত্তিক/অনিয়মিত চাকুরী নিয়মিত করনের দুই দফা দাবিতে ২০২৪ সালের শুরু থেকেই চলছে এই আন্দোলন।

চাকুরী অবসান হওয়া ২০ জন কর্মকর্তা কর্মচারীর তালিকা

নামপদবীকর্মস্থল / অফিস
 জনাব মোঃ মকবুল হোসেনসিনিয়র জেনারেল ম্যানেজারব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব মোঃ জাকির হোসেনসিনিয়র জেনারেল ম্যানেজারকুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪
জনাব মোঃ মাশফিকুল ইসলামসিনিয়র জেনারেল ম্যানেজারঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১
জনাব মোঃ আবুল হাসানসিনিয়র জেনারেল ম্যানেজাররংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
জনাব মোঃ হূমায়ুন কবীরজেনারেল ম্যানেজারবরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১
জনাব জুলফিকারজেনারেল ম্যানেজারঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪
জনাব মোঃ আসাদুজ্জামান ভূইয়াডেপুটি জেনারেল ম্যানেজারব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি
শ্রী দিপক কুমার সিংহডেপুটি জেনারেল ম্যানেজারকুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১
জনাব মোঃ রাহাতডেপুটি জেনারেল ম্যানেজারমাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব মোঃ বেলাল হোসেনডেপুটি জেনারেল ম্যানেজারসিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২
জনাব মোঃ জাহিদুল ইসলামডেপুটি জেনারেল ম্যানেজারগাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়াডেপুটি জেনারেল ম্যানেজারঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১
 জনাব সামিউল কবিরডেপুটি জেনারেল ম্যানেজারমানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব রাজন কুমার দাসসহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম,ইএন্ডসি,পিএন্ডএম)মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব মনির হোসেনসহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম,ইএন্ডসি,পিএন্ডএম)নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব আব্দুল হাকিমসহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম,ইএন্ডসি,পিএন্ডএম)ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১
জনাব মোঃ সালাহ উদ্দিনসহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম,ইএন্ডসি,পিএন্ডএম)ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২
জনাব ইয়াছির আরাফাতসহকারী জেনারেল ম্যানেজার (আইটি)ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব মোঃ হাসানুজ্জামানজুনিয়র ইঞ্জিনিয়ার ( ওএন্ডএম)মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব আবু সালাম জাবেদওয়ারিং পরিদর্শকনোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি
পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তা/কর্মচারীর চাকুরী অবসান সংক্রান্ত অফিস আদেশ।

বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মাহফুজ আলম কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,গ্রেপ্তারকৃতদের মুক্তি,চাকুরি অবসান হওয়া কর্মকর্তাদের চাকুরিচুত্তির আদেশ বাতিল,পল্লী বিদ্যুৎ সমিতির ২ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আলোচনায় বসার আশ্বাস দেওয়ায় পল্লী বিদ্যুতের সকল লাইন চালু করে দেয় বা কমপ্লিট সাটডাউন উইথড্র করে নেয় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

 পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার চাকুরী অবসান করলো BREB

বিভিন্ন জাগায় খবর নিয়ে জানা গিয়েছে বর্তমানে বিদ্যুৎ সরবারাহ চালু এবং স্বাভাবিক আছে। দুই দিন অফিস সরকারি ছুটি থাকায় আগামী রবিবার ২০/১০/২০২৪ইং তারিখে আলোচনায় বসার কথা রয়েছে। তবে এই বিষয়ে সাধারণ গ্রাহকদের মতামত জানতে চাইলে তারা বলেন যেকোনো সমস্যা আলোচানার মাধ্যমে সমাধান হয়ে যাওয়া ভালো। তবে অন্যায়ভাবে কারো চাকুরী অবসান করা উচিত না। তারা বলেন চাকুরী অবসান হওয়া সকল কর্মকর্তা অত্যন্ত সৎ, দক্ষ,দেশপ্রেমী এবং গ্রাহক বান্ধব,তাই তাদের চাকুরীতে পুনরায় বহাল করা হোক এবং গ্রাহক পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হোক।

আরো পড়ুনঃ কীভাবে পল্লী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করবেন: সম্পূর্ণ গাইড

নতুন বাণিজ্যিক মিটার নিতে কত টাকা খরচ হয় ও কী কী কাগজপত্র লাগে ? Electricity Crisis

পল্লী বিদ্যুৎ এর আন্দোলন সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন

১. পল্লী বিদ্যুৎ কেন এই আন্দোলন করছে?

উত্তরঃ পল্লী বিদ্যুৎ হলো সরকারি স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণকারী সেবামূলক প্রতিষ্ঠান যা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবি দ্বারা পরিচালিত হয়ে থাকে । তবে তাদের পরিচালনার ক্ষেত্রে আরইবি বাংলাদেশ সংবিধান ও সরকারি নির্দেশের বাইরে গিয়ে নিজেদের মতো মন গড়া নিয়মে পল্লী বিদ্যুতের উপর জুলুম ও অত্যাচার করে।নিয়ম বহির্ভূত নিয়মিত পদের বিপরীতে গিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদের মধ্যে বিভিন্ন বিভেধ সৃষ্টি করেছে ইত্যাদি এসব কারণে পল্লী বিদ্যুতের ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীরা একসাথে আরইবির বিরুদ্ধে দুই দফা দাবী নিয়ে আন্দোলন করছে।

২. পল্লী বিদ্যুতের দুই দফা দাবী কী কী?

উত্তরঃ পল্লী বিদ্যুতের দুই দফা দাবী হলোঃ ১. সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করতে হবে

২.আরইবি – পবিস একই চাকুরী বিধি বা অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন ।

আমাদের ইউটিউব চ্যানেলঃ ELECTRICTY CEISIS

আমাদের ফেসবুক পেইজঃ Electricity Crisis 

2 thoughts on “ চাকুরী অবসান হলো পল্লী বিদ্যুতের 20 কর্মকর্তার:BREB”

Leave a Comment